মনিরুল হক, কোচবিহারঃ
“এদেশে বসবাসকারী মুসলিমরাও নাগরিকত্ব পাবেন। এক্ষেত্রে বিশেষ কোনো ডকুমেণ্টস লাগবে না।” মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জের অভিনন্দন যাত্রায় এসে বক্তব্য রাখতে গিয়ে একথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।
এদিন কোচবিহার জেলার তুফানগঞ্জে এসে জনজোয়ারে দেখে আবেগে আপ্লুত হন বিজেপির রাজ্য সভাপতি। ওই প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যারা বলেছিল ২০১৯ বিজেপি ফিনিশ তারা আজ দেখে যান বিজেপি কি জিনিস।
তিনি আরও বলেন, ভদ্র লোকের এক কথা। আমরা দেশের ক্ষমতায় এসে নাগরিকত্ব সংশোধন বিল পাশ করেছি এবং বাংলা সহ গোটা দেশে তা লাগু হবে। এই রাজ্যের উদ্বাস্তুদের এতদিন ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছিল কংগ্রেস, সিপিএম ও তৃণমূল। আমরা এই উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়ে তাদের সম্মানিত করতে চাই। এখানে জাত-পাতের কোনো ফারাক নেই।
আসন্ন পুরসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংখ্যালঘুদের মন পেতে কৌশলী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আলী হোসেন, দিলীপ ঘোষ ভাই ভাই। আমরা সকলেই এ দেশের নাগরিক। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এক হাত তিনি বলেন, দিদির সাথে আজ কেও নেই, সকলেই আছে মোদীর সাথে। তাই তিনি নানা কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন এই রাজ্যে। এদিনের এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামানিক। সভায় পৌরহিত্য করেন দলের কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা। তুফানগঞ্জ সভা শেষে তিনি কোচবিহার শহরে এসে স্থানীয় পঞ্চানন হলে দলীয় একটি কর্মসূচীতে অংশ নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584