কান্দিতে দিলীপ ঘোষের পথসভায় কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
82

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

কান্দি টাউন বিজেপির পক্ষ থেকে একটি মহামিছিল ও জনসভার আয়োজন করা হয়। সেই পথসভাতে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিশ্রাম তলা থেকে শুরু করে কান্দি পাখমাড়া ডোব পর্যন্ত একটি মহামিছিলের আয়োজন করা হয়।

dilip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি। নিজস্ব চিত্র

দিলীপ ঘোষ পথসভা তে যোগদানের পর মিছিল এগিয়ে চলে। সেই সময় তৃণমূলের বেশকিছু কর্মীরা দিলীপ ঘোষ কে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে সঙ্গে কালো পতাকা হাতে পদযাত্রা আটকানোর চেষ্টাও করে। যদিও কোনো কিছু তোয়াক্কা না করে দিলীপ ঘোষের নেতৃত্বে জেলা নেতৃত্বদের উপস্থিতিতে পদযাত্রা এগিয়ে চলে। কান্দি শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন পাখমারা ডোব এলাকায় উক্ত সভাতে যোগদান পর্ব সূচিত হয়।

আরও পড়ুনঃ প্রাথমিকে নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

bjp leaders | newsfront.co
যোগদান। নিজস্ব চিত্র

এদিন সভায় দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা গ্রহণের মধ্য দিয়ে প্রায় ২০০০ জন বিজেপিতে যোগদান করলেন। বড়ঞা, কান্দি, হরিহরপাড়া এবং বহরমপুর বিধানসভার বিভিন্ন দল থেকে মানুষজন বিজেপি তে যোগদান করলেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কাণ্ডে এবার আয়কর দফতরের শীর্ষ কর্তাকে তলব লালবাজারের

এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি গৌরী শঙ্কর ঘোষ, বিজেপি সহ সভানেত্রী মাফুজা খাতুন, কান্দি শহর বিজেপি সভানেত্রী বিনীতা রায় সহ জেলা ও স্থানীয় বিজেপি নেতৃত্বরা। দিলীপ ঘোষের কথায়, “কারা দাগী আর কারা ভোগী আগামী ইলেকশনে তার বিচার হবে। মুখ্যমন্ত্রী পুলিশের ভয় দেখিয়ে বিভিন্ন দল থেকে যোগদান করিয়েছিলেন। মানুষ বুঝেছে আগামীদিনে সরকারের আসনে বিজেপি আসতে চলেছে তাই সে উন্নয়নের জোয়ারে মানুষ বিজেপিতে যোগদান করছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here