লকডাউনে থমকে গিয়েছে দীপঙ্করের তুলি

0
109

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

দেড়মাসের উপর হলো লকডাউন। গৃহবন্দি সকল স্তরের মানুষ। এমতাবস্থায় লকডাউনে রুজিতেও তালা লেগেছে বহরমপুর শহরের সৈদাবাদের বাসিন্দা দীপঙ্কর দাসের।

dipankar das | newsfront.co
স্বপুত্র দীপঙ্কর দাস। নিজস্ব চিত্র

ভাড়া বাড়িতে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী, দিদি ও এক বছর চারেকের ছেলেকে নিয়ে সংসার তার। লকডাউনে নিজের সঞ্চিত অর্থও প্রায় শেষের দিকে। বাবা কাঠের কাজ ছেড়েছে দীর্ঘদিন, তখন থেকেই নিজের উপরই সংসারের ভাড় তুলে নেয় দীপঙ্কর।

আরও পড়ুনঃ বৈদিক শিক্ষা ফিরিয়ে এনে বিজ্ঞানে জোরঃ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী

পোলিও আক্রান্ত দীপঙ্কর শহরের দেওয়াল লিখন থেকে, হাতের কাজে রঙ তুলি নিয়ে সদা ব্যস্ত থাকে যে সময়ে সে সময় এখন কাটছে মানুষের সাহায্যের আশায়। যদিও সাহায্যর হাত বাড়িয়েছে বহরমপুর শহরের বেশ কিছু মানুষ। পাশে থাকার আশ্বাস দিয়েছে বন্ধুরাও।

তবুও শুকিয়ে যাওয়া তুলিতে ফের কবে রঙ লাগবে সেই চিন্তায় চোখ ভিজে আসছে দীপঙ্করের। কবে উঠবে লকডাউন, কবে ফেরৎ পাওয়া যাবে পূর্বের জীবন, সেই চিন্তাতেই এখন দিনযাপন দীপঙ্করের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here