তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের ছবিতে পানের পিক, চাঞ্চল্য এলাকায়

0
270

মনিরুল হক, কোচবিহারঃ

শীতলখুচি ব্লকের গোসাইরহাট বাজারে দুর্গা মন্দিরের সামনে তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি কর্মসূচির পোস্টারে বিধায়ক হিতেন বর্মনের ছবিতে পানের পিক ফেলায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শীতলখুচি এলাকায়। তবে এ ধরনের ঘটনা কারা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। কয়েকদিন আগেই গোসাইর হাট বাজারে বঙ্গধ্বনি কর্মসূচি পালন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

Hiten Burman Poster | newsfront.co
হিতেন বর্মনের ছবিতে পানের পিক। নিজস্ব চিত্র

সেখানে উপস্থিত ছিলেন শীতল ঘোষ, বিধায়ক হিতেন বর্মন। হিতেন বাবু ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন গুহের ছবি দিয়ে গেট সাজানো হয়। ঐদিন কর্মসূচি শেষ হলেও গেট খোলা হয়নি। রবিবার গেটে বিধায়কের ছবিতে পানের পিক দেখে চাঞ্চল্য ছড়িয়ে যায় গোসাইরহাট এলাকায়। তবে পথচলতি মানুষজন ভুল করেও পানের পিক ফেলতে পারেন বলে অনেকেই ধারণা করছেন।

আরও পড়ুনঃ বইমেলায় কোচবিহারের রাজাকে অসম্মানের অভিযোগ

এ বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সুশান্ত মহন্ত বলেন, এই নিন্দনীয় কাজ একমাত্র বিজেপি ছাড়া অন্য কেউ করতে পারে না। এটা খুব দুঃখজনক ঘটনা। এ বিষয়ে বিজেপির সংশ্লিষ্ট মন্ডল সভাপতি পবিত্র বর্মন বলেন, “বিজেপি এই ধরনের নোংরা রাজনীতি করে না। এই কাজের সঙ্গে আমাদের দলের কোনো লোকজন জড়িত নয়। অযথা আমাদের নামে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।”

আরও পড়ুনঃ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ

বেশ কয়েকদিন থেকে তৃণমূল কংগ্রেসের নির্ধারিত কর্মসূচি বঙ্গধ্বনি যাত্রা চলছে গোটা রাজ্য জুড়ে। এই কর্মসূচি শীতলখুচি তে চলছে। বেশ সাড়াও পড়ছে এই কর্মসূচিকে ঘিরে। এরই মাঝে বর্ষীয়াণ নেতা তথা শীতলখুচির বিধায়ক হিতেন বর্মনের ফ্লেক্সে, তার মুখে পানের পিক ফেলার ঘটনায় এলাকায় যেমন নিন্দার ঝড় অপরদিকে চাঞ্চল্য ছড়িয়েছে।

এ প্রসঙ্গে বিধায়ক হিতেন বর্মন বলেন, বিষয়টি আমি এখনও দেখিনি, তবে এলাকার কর্মীদের কাছ থেকে শুনেছি। যারাই এই ধরনের ঘটনা ঘটাক না কেন তা অত্যন্ত নিন্দনীয় এবং নক্কারজনক এবং দুঃখজনক ঘটনা। এটা সুস্থ সংস্কৃতি রাজনীতির লক্ষণ নয়। বলে তিনি উল্লেখ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here