নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
নিজের বিয়ের অনুষ্ঠানে চারাগাছ বিলি করলেন এক পাত্রী। পরিবেশকে বাঁচাতে ও প্লাস্টিক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশা বটতলা এলাকার বাসিন্দা হরিপদ সাহার মেয়ের বিয়েতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে নিজ বাসভবনে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের হাতে চারাগাছ তুলে দিয়ে পরিবেশ সম্পর্কে সচেতন বার্তা দেন হরিপদ বাবুর মেয়ে অলিম্পিয়া সাহা।এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিতরাও।চারাগাছ পেয়ে খুশি আমন্ত্রিতরা।
এছাড়া এ দিন দূষণ কমাতে বিয়ে বাড়িতেও ব্যবহার করা হয়নি প্লাস্টিক। উল্টে প্লাস্টিক বর্জনের কথা বলা হয়েছে। এই বিষয়ে অলিম্পিয়া বলেন, গাছ আমাদের সম্পদ। চারদিকে এত দূষণ বেড়েছে যে একমাত্র গাছ লাগিয়ে আমরা দূষণ থেকে রক্ষা পেতে পারি। নতুন জীবন শুরু করার জন্য আমরা গাছ দিয়ে আগামী প্রজন্মকে বরণ করেনি। তাই আমাদের এই আয়োজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584