জেলা পর্যটন উৎসবের সূচনা

0
57

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

District Tourism Festival | newsfront.co
নিজস্ব চিত্র

আজ থেকে শুরু হলো জেলা পর্যটন উৎসব ২০১৯।খড়গপুর শহরের গিরি ময়দানে তিন দিন ব্যাপী এই উৎসবের সূচনা অনুষ্ঠানে পৌরহিত্য করেন জেলা শাসক পি মোহন গান্ধী।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, জেলা তৃণমূল কংগ্রেস এর সভাপতি অজিত কুমার মাইতি,জেলা যুব কংগ্রেসের সভাপতি রমা প্রসাদ গিরি, খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার,মহকুমা শাসক সুদীপ সরকার,জেলা পর্যটন দপ্তরের নোডাল অফিসার অয়ন নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের সামনে তুলে ধরার চেষ্টা করছে রাজ্য সরকার।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহৎ শিল্প আনার জন্য দিনরাত পরিশ্রম করলেও সেভাবে আশানুরূপ সাফল্য না মেলায় রাজ্যের হারিয়ে যাওয়া কুটির শিল্পের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়নে ও চেষ্টা করা হচ্ছে যাতে স্থানীয় বেকার যুবক যুবতীরা কিছু করে জীবন অতিবাহিত করতে পারে।সারা রাজ্যের সংগে তাই পশ্চিম মেদিনীপুর জেলার দর্শনীয় স্থানগুলো তুলে ধরা হয়েছে এই তিনদিন ধরে অনুষ্ঠিত পর্যটন উৎসবে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।পর্যটকরা ও ভ্রমণ পিপাসুদের জন্য দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে যাতে অসুবিধে না হয় তার জন্য বিভিন্ন প্রকল্প গ্ৰহন করেছে জেলা প্রশাসন।

আরও পড়ুন: পথ দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার,ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল নাকা চেকিং

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here