পরিসংখ্যানে পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক করোনা পরিস্থিতি (২০ মে)

0
214

রাজ্যের ১৯ টি জেলায় করোনা সংক্রমণের হদিশ মেলেছে। রাজ্যে এ দিন নতুন সংক্রমণ ১৪২ জন, করোনায় মৃত্যু ১৮১ জনের এবং করোনা থাকাকালীন অন্য উপসর্গে মৃত্যু ৭২ জনের। সুস্থ হয়েছে ৬২ জন।

সব মিলিয়ে মোট আক্রান্ত ৩১০৩ জন, মোট সুস্থ ১১৪৩ জন এবং মোট মৃত্যু ২৫৩ জনের।

জেলা অনুযায়ী আক্রান্ত আলাদা এবং মৃত্যু বন্ধনীতে (করোনা + করোনা থাকাকালীন অন্য উপসর্গে= মোট মৃত্যু)

  • কলকাতা ১৫০২ (১১৭+ ৫২= ১৬৯)
  • হাওড়া ৬৪৯ (২৮ + ৫ = ৩৩)
  • উত্তর ২৪ পরগনা ৪২০ (২৫ + ৮ = ৩৩)
  • হুগলি ১৫৪ ( ৩ + ৩ = ৬)
  • দক্ষিণ ২৪ পরগণা ১০৮ (৫ + ০ = ৫)
  • পূর্ব মেদিনীপুর ৫২ (০ + ১ = ১)
  • মালদা ৪৬ ( ০ + ০ = ০)
  • পশ্চিম মেদিনীপুর ২১ (০ + ০ = ০)
  • পূর্ব বর্ধমান ২০ ( ০ +০ = ০)
  • পশ্চিম বর্ধমান ১৯ (০ + ২ = ২)
  • নদিয়া ১৭ (০ + ০ = ০)
  • উত্তর দিনাজপুর ১৬ (০ + ০ = ০)
  • বীরভূম ১৬ ( ০ + ০ = ০)
  • মুর্শিদাবাদ ১২ (০ + ১ = ১)
  • দার্জিলিং ১০ (১ + ০ = ১)
  • কালিম্পং ৭ (১ + ০= ১)
  • জলপাইগুড়ি ৪ (০ + ০ = ০)
  • ঝাড়গ্রাম ৩ (০ + ০ = ০)
  • দক্ষিণ দিনাজপুর: ৩ ( ০ + ০ = ০)
  • ভিন রাজ্যের বাসিন্দা ২৫ (১ + ০ = ১)

রাজ্যের ৪ টি জেলা: আলিপুরদুয়ার, কোচবিহার, পুরুলিয়া, বাঁকুড়ায় এখনও পর্যন্ত কোনও করোনা সংক্রমণ নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here