নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গঙ্গাসাগর মেলা বন্ধ করার দাবিতে ফের মামলা হল কলকাতা হাইকোর্টে। মেলা বন্ধের দাবিতে সোমবার আদালতের শরণাপন্ন ডক্টরস ফোরাম। এর আগের এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট শুক্রবার রায় দেয় করোনা বিধিনিষেধ মেনে গঙ্গাসাগর মেলা চলতে পারে বলে। পাশাপাশি একটি তিন সদস্যের কমিটিও গঠন করে দেয় আদালত।
আদালতের সেই রায়ের বিরুদ্ধে সোমবার ৫ টি মামলা হয় কলকাতা হাই কোর্টে। মামলার আবেদনে মূল বক্তব্য রয়েছে দুটি। ১) অবিলম্বে মেলা বন্ধ করা হোক। কারণ কমিটির রিপোর্ট পাওয়ার পর তা কার্যকর করতে যে সময় লাগবে তার মধ্যে ক্ষতি আরও বেড়ে যাবে। আর ২) আদালতের কাছে আইনজীবীদের প্রশ্ন নজরদারি কমিটিতে কোনও চিকিৎসক বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে রাখা হয়নি কেন?
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের ৪ জন বিচারপতি সংক্রমিত, কোয়ারেন্টাইনে ১৫০ -এর বেশি কর্মী
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584