ডোমকলে ব্রিজ ভেঙে বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থীরা, ক্ষোভে অবরোধ

0
88

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের রায়পুর-ডুমুরতলা যোগাযোগের মাধ্যম বাঁশের তৈরি ব্রিজ। সোমবার সন্ধ্যা বেলায় একটি ছয় চাকার লরি রায়পুর থেকে ডুমুরতলা আসার পথে ব্রিজটি ভেঙে যায়। গাড়িতে প্রায় ১৩ জন যাত্রী ছিলো।

bridge collapse | newsfront.co
ভেঙে পড়া ব্রিজ দিয়ে ঝুঁকির পারাপার। নিজস্ব চিত্র

সকলেই প্রাণে বেঁচে গেলেও অসুবিধায় পড়ে স্থানীয়রা। আজ সকালে স্থায়ী ব্রিজের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ব্রিজের দাবি উপেক্ষিত। কোন কাজই কর্তৃপক্ষ করেননি, ভোট আসে ভোট যায় জনগণের সমস্যা কিন্তু থেকেই গিয়েছে।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে পরীক্ষার্থী সংখ্যায় এগিয়ে ছাত্রীরা

যদিও ঘটনাস্থলে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের কোন আধিকারিক উপস্থিত হননি, গ্রামবাসীর দাবি যতক্ষণ না এই ব্রিজের কোন সুরাহা হচ্ছে ততক্ষণ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি নিয়ে যেতে দেওয়া হবে না।

এদিকে আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। এই ব্রিজ ভেঙে যাওয়াতেই দিশেহারা হয়ে পড়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। রায়পুর হাই স্কুলে যেতে হয় সেখানে আছে পরীক্ষা কেন্দ্র। তাদের দু’ঘন্টার বেশি রাস্তা অতিক্রম করতে হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here