নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
রবিবার (আগামিকাল) বলয়গ্রাস সূর্যগ্রহণ। চলতি বছরে প্রথমবার বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে গোটা দেশ। সূর্যের বলয়গ্রাসের সময় চাঁদ শুধুই সূর্যের কেন্দ্রটিকে ঢেকে দেয়। একটা চাকতির মতো। তার চার পাশ থেকে বেরিয়ে আসে সূর্যের আলো। যেন ‘রিং অফ ফায়ার’!
আগামিকাল কলকাতায় এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা না গেলেও ভারতের ছ’টি জায়গা থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। পশ্চিমবঙ্গ-সহ দেশের বাকি অঞ্চলের মানুষকে অবশ্য আংশিক গ্রহণ দেখে সন্তুষ্ট থাকতে হবে। রবিবারের পর ২৫ অক্টোবর ২০২২ সালে ফের সূর্যগ্রহণ দেখতে পাবে ভারত। বিশেষজ্ঞদের মতে, সূর্যগ্রহণ দেখার সময় কিছু সাবধানতা মেনে না চললে বিপদ হতে পারে।
সূর্যগ্রহণের সময় কী করবেন?
১) খালি চোখে গ্রহণ দেখা উচিৎ নয়। এতে বিপদ বাড়তে পারে। তাই গ্রহণ দেখার জন্য বিশেষ ধরনের চশমা পরুন।
২) করোনা আবহে হয়তো অনেকেই বিশেষ ধরনের চশমা পাওয়া দুষ্কর। সেক্ষেত্রে বিশেষ ধরনের ফিল্টার যুক্ত গ্লাস ব্যবহার করতে পারেন।
৩) একটি শক্ত কাগজে সামান্য একটি ফুটো বা ‘পিন হোল’ বানিয়ে নিয়ে তা সূর্যের দিকে তাক করে ধরুন।
৪) কিছুটা দূরে একটি সাদা কাগজ রেখে দিন, সূর্যের ছায়া পড়বে ওই কাগজের ওপর। এর ফলে বাড়বে সূর্যের প্রতিকৃতির আয়তন। যার জেরে শক্ত কাগজ এবং সাদা কাগজের মধ্যে দূরত্ব বাড়াতে পারেন।
সূর্যগ্রহণের সময় কী করবেন না?
১) সূর্যের দিকে সরাসরি তাকাবেন না।
২) সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না।
৩) ল্যাম্পব্ল্যাক দিয়ে গ্লাস ঢেকে সূর্যগ্রহণ দেখবেন না।
৪) জলে সূর্যের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করবেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584