সদ্য নির্মিত নিকাশি নালা ভেঙে পড়ায় ক্ষোভ ভগবানগোলায়

0
72

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ভগবানগোলায় নির্মাণের কয়েকদিনের মধ্যেই পঞ্চায়েত সমিতির নবনির্মিত ড্রেন ভেঙে পড়ায় তুমুল ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।

Drainage Canal | newsfront,co
ভেঙে পড়া নিকাশি নালা। নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকায় তা মেরামত শুরু হওয়ার পাশাপাশি এলাকার জল নিকাশের জন্য সদ্য তৈরি হওয়া ড্রেন শনিবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

ভগবানগোলা ১ নং পঞ্চায়েত সমিতির অধীন ভগবানগোলা ৩নং গ্রাম পঞ্চায়েতের দয়ানগর এলাকা থেকে সাহেবনগর যাওয়ার কয়েকশো মিটার রাস্তার অবস্থা বেহাল থাকায় সপ্তাহ খানেক আগে নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা রোগীর

সেই কাজ সমাপ্ত হওয়ার আগেই এই দিন নির্মীয়মান রাস্তার পাশের ড্রেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ তমলুকে দিলীপ ঘোষকে কালো পতাকা প্রদর্শন

নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা ও তার সংলগ্ন ড্রেন দায়সারা ভাবে শুরু করায় এই পরিণতি বলে এলাকাবাসী জানান। এই ঘটনার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি তসলিমা বিবি ইঞ্জিনিয়ার-সহ নির্মাণে যুক্তদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here