নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আনলক পর্বে করোনা – বিধি মেনে চলার ব্যাপারে নাগরিকদের মধ্যে শিথিল মনোভাব দেখা গিয়েছে। তাই সম্পূর্ণ লকডাউন সফল করা এখন রাজ্য সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। তাই দেশে প্রথম দফার লকডাউনের মতোই বৃহস্পতিবার পুলিশ-প্রশাসনের কড়া অনুশাসনে ফের শুনশান পশ্চিম মেদিনীপুরের রাস্তাঘাট।বন্ধ বাজার-দোকানপাট। জেলা জুড়ে কড়া নজরদারি চলছে পুলিশের। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করা হয়েছে। অপ্রয়োজনে গাড়ি বা বাইক নিয়ে বেরলেই আটকানো হচ্ছে তাদের।
প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছে পুলিশকর্মীরা। আর তার সাথেই আকাশে উড়ছে ড্রোন। সকাল থেকেই কড়া লকডাউনের ছবি দেখা গেল জেলাজুড়ে। পুলিশি টহলের পাশাপাশি চলছে তল্লাশিও। অকারণে রাস্তায় বেরলেই চলছে ধর-পাকড়। মেদিনীপুর শহর-সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন রাস্তায় সকাল থেকে টহল দিচ্ছে পুলিশ বাহিনী।
আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে পুলিশি তৎপরতায় বন্ধ করা হল দোকানপাট
লকডাউন কতটা কার্যকরী হচ্ছে তা খতিয়ে দেখতে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে ড্রোনের মাধ্যমে। কোতোয়ালি থানার পুলিশের উদ্যোগে এবং জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জুড়ে অবাধ্য জনতাকে ঘরে ঢোকাতে কড়া পদক্ষেপ পুলিশের
কোথাও কোন জমায়েত রয়েছে কিনা তা দেখা হচ্ছে এদিন। জটলা নজরে এলেই সেখানে হানা দিচ্ছে পুলিশ। লকডাউন ভঙ্গের অভিযোগে আজ বৃহস্পতিবার খড়্গপুর শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে একটি চার চাকার গাড়িও।
এই সপ্তাহে আগামী পরশু অর্থাৎ শনিবার ফের লকডাউন হবে। আগামী সপ্তাহে বুধবার হবে পূর্ণ লকডাউন। বুধবার ছাড়া পরের সপ্তাহে আর কোন দিন লকডাউন হবে বাংলায়, তা সোমবার বৈঠকের পরে ঠিক হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584