সম্প্রীতির বাংলাঃ ১৮ বছর আগে বন্ধ হয়ে যাওয়া পুজো ফের শুরু আলিমুদ্দিনের গলিতে

0
87

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম -এর রাজ্য দপ্তরের রাস্তায় প্রায় ১৮ বছর আগে বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুজো আবার ফিরে এলো নবীন প্রজন্মের হাত ধরে। পুজোর উদ্যোক্তা মহম্মদ তৌসিফ রহমান, শাকিল রফিক, সৈয়দ নবাবউদ্দিনরা তাঁরা কৈশোরে দেখেছেন এই পুজো, পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছিল পুজো। বর্তমানে তখনকার উদ্যোক্তারা বৃদ্ধ হয়েছেন, কেউবা সেখান থেকে চলেও গিয়েছেন। এখন স্বাবলম্বী হয়েছেন তৌসিফ, শাকিলরা। তাই মূলত নস্ট্যালজিয়ার টানেই আবার চালু করলেন পাড়ার বন্ধ হয়ে যাওয়া পুজো।

Alimuddin Durgapuja
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

মণ্ডপ তৈরি করেছেন, কুমোরটুলি থেকে এসেছে প্রতিমা। পুরোহিতের কাছ থেকে পুজোর রীতি নীতি জেনে আয়োজন করেছেন সব কিছু। উদ্যোক্তারা সিদ্ধান্ত নিয়েছেন পুজোর ক’দিন নিরামিষ খাবেন। আলিমুদ্দিন স্ট্রিটের দুর্গা পুজোর উদ্যোক্তা জানালেন, ”এতদিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখেছি। এবার পুজো করতে হচ্ছে। এটা নতুন অভিজ্ঞতা।“ এই দুর্গাপুজোর মাধ্যমে সাপ্রদায়িক সম্প্রীতির অনন্য নজির তৈরি নবীন প্রজন্মের তরুণরা, তাঁদের সাফ কথা- উৎসব পালনে ধর্ম বাধা হতে পারেনা।

আরও পড়ুনঃ পুজোয় জনস্রোত কলকাতায়, রাতে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

তৌসিফ রহমান, শাকিল রফিক, সৈয়দ নবাবউদ্দিনদের হাত ধরে নতুন রূপে যাত্রা শুরু হল ১৮ বছর আগে বন্ধ হয়ে যাওয়া পুজোর। ধর্ম ভিন্ন হোক, বাংলার বা বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসবে সামিল হতে ধর্ম বাধা হতে পারে না। ধর্মের গণ্ডী অতিক্রম করে উৎসবের গুরুত্ব প্রাধান্য পেল তৌসিফদের কাছে, সম্প্রীতির সুর যে বাংলার বৈশিষ্ট্য তা আবার বুঝিয়ে দিলেন আজকের প্রজন্ম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here