এলপিজি সরবরাহে আশঙ্কা, কাজ হারাবে পুরনো কর্মীরা

0
27

সুদীপ পাল, বর্ধমানঃ

কয়েকদিন ধরে তালা ঝুলছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (আইওসিএল) দুর্গাপুর বটলিং প্ল্যান্টে। বন্ধ রয়েছে সিলিন্ডার সরবরাহ। এর ফলে জেলায় এলপিজি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা আইওসিএল-এর।

durgapur bottling plant closed till now | newsfront.co
কর্মীবৃন্দ। নিজস্ব চিত্র

প্রাক্তন সেনাকর্মীদের রক্ষী হিসেবে নিয়োগ বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিয়ম মেনে নিরাপত্তার দায়িত্ব পেয়েছে নতুন ঠিকা সংস্থা। এতে পুরনো ঠিকা সংস্থার রক্ষীরা কাজ হারাচ্ছেন।

আরও পড়ুনঃ ফরাক্কা এনটিপিসি-তে নতুন শ্রমিক নিয়োগের প্রতিবাদে পথ অবরোধ

পুরনো ঠিকা সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত বছর ৩১ ডিসেম্বর। ১ জানুয়ারি থেকে নতুন ঠিকা সংস্থার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তা হয়নি, কারণ ৩১ ডিসেম্বর রাত থেকে কাজে পুনর্বহালের দাবিতে পুরনো ঠিকা সংস্থার রক্ষীরা সপরিবার ধরনা শুরু করেছেন।

দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা আইএনটিটিইউসি-র পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল বলেন, দীর্ঘদিন কাজ করার পর এভাবে কাউকে বসিয়ে দেওয়া যায় না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here