গুলি চালাতে পারবে না কেন্দ্রীয় বাহিনী, কড়া পদক্ষেপ কমিশনের

0
412

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

শীতলকুচির ঘটনার পর পিছু হেঁটে নির্দেশ কমিশনের, বুথের ২০০ মিটারের মধ্যে জটলা হলেও আর গুলি চালাতে পারবে না কেন্দ্রীয় বাহিনী। প্রয়োজনে ১৫১ বা ১৮৮ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে হবে। নব নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন রাজ্যের অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে। সেখানেই এই নির্দেশ জারি করা হয়। এর থেকে মনে করা হচ্ছে শীতলকুচি ঘটনায় কিছুটা হলেও ব্যাকফুটে কমিশন।

ec | newsfront.co
ফাইল চিত্র

তবে করোনা পরিস্থিতিতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট একদিনে করার যে দাবি উঠেছে তা সম্ভব নয়, জানিয়েছে কমিশন। পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানান একদিনে ভোট সম্পন্ন করতে গেলে যে পরিমান কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন তা এত অল্প সময়ে ব্যবস্থা করা সম্ভব নয়।

আরও পড়ুনঃ একসঙ্গে শেষ তিন দফার নির্বাচন সম্ভব নয়, কমিশনের এই সিদ্ধান্তে সোচ্চার মমতা

এছাড়া বিরোধীরা অভিযোগ জানিয়েছিল, নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারে ‘ব্যান’ করার পরেও তিনি ধর্ণায় বসে আইন ভেঙেছেন। সে অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে কমিশন।

শীতলকুচির ঘটনায় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তারও সত্যতা খতিয়ে দেখছে কমিশন। আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে কমিশন। রাজ্যে আরো ১১জন পুলিশ পর্যবেক্ষক এসে পৌঁছচ্ছেন আজই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here