ওয়েবডেস্কঃ-
সংবাদ সংস্থা দ্য কুইন্ট’এর মালিকের বাড়ি ও অফিসে আয়কর হানার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করল এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া।
ঘটনার প্রকাশ এমন যে সংবাদ সংস্থা দ্য কুইন্ট’এর অফিস ও তার মালিক রাঘব বহেল’এর বাড়িতে আয়কর দপ্তর আজ বৃহস্পতিবার হানা দেয়। তবে সেই সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না, মুম্বাইয়ে ছিলেন। তিনি জানান যে তিনি নিয়মিত কর দেন তবুও আয়কর দপ্তরকে যথাযথ সাহায্য করবেন। তবে তিনি এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া’কে সমস্ত ঘটনাবলি খুলে জানিয়েছেন।
তারপরই এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া’র পক্ষ থেকে ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে এডিটর্স গিল্ডের পক্ষে জানান হয় যে আয়কর বিভাগের অধিকার আছে তদন্ত করার, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বা সরকারের ইশারায় এই কাজ হলে সংবাদ সংস্থার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। ঘটনায় সাংবাদিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।(ছবি-টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584