বংশীমোড়ে শুভেন্দুর কুশপুতুলে আগুন

0
61

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

burn | newsfront.co
নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম শহরে বংশীমোড়ে সোমবার রাত্রিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল জ্বালালো ১৮নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় কোথাও দেখা গেছে তার ফ্লেক্স ছিঁড়তে, কোথাও দেখা গেছে তার ব্যানারে জুতোর মালা দিতে। শুভেন্দু কে লক্ষ্য করে বলা হয়েছে মীরজাফর, গদ্দার। নানাভাবে নানা বাক্যবাণে বিদ্ধ করা হয়েছে শুভেন্দু অধিকারীকে।

tmc members | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিলদাতে পানীয় জলের সমস্যায় ভোট বয়কটের ডাক, পথ অবরোধ মহিলাদের

সোমবার রাত্রিতেও একই ভাবে ঝাড়্গ্রাম জেলা শহরের বংশীমোড়ে ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা “মীরজাফর দূর হটো”, “গদ্দার দূর হটো” স্লোগান দিয়ে শুভেন্দু অধিকারীর কুশপুতুল পোড়ায় এবং এক কর্মী জানায় “শুভেন্দু মেদিনীপুরের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মেদিনীপুরের মানুষ শুভেন্দুকে ঠিক সময় ঠিক জবাব দেবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here