ওয়েবডেস্কঃ-
মালদা- দিল্লী ‘ফারাক্কা এক্সপ্রেস’ বুধবার উত্তরপ্রদেশের রায়বেরিলির কাছে দুর্ঘটনাগ্ৰস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছে।
আজ সকালে মালদা-দিল্লী এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয় হরিচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে ।উত্তরপ্রদেশের ADG (ল অ্যান্ড অর্ডার) আনন্দ কুমার জানিয়েছেন, ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
ইতিমধ্যে উদ্ধার কায শুরু হয়েছে। রারবেরিলি ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এমনকি ঘটনা স্থলের উদ্দেশ্যে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের সদস্যরাও রওনা দিয়েছে ঘটনায় কোন নাশকতার সম্পর্ক আছে কি না খতিয়ে দেখতে। আপাতত ঐ লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।
নিহত ও আহতদের মধ্যে এ রাজ্যের বেশ কিছু যাত্রী থাকার সম্ভাবনা।৯ জন গুরুতর আহতদের লক্ষ্ণৌ রেফার করা হয়েছে।
রেল হেল্পলাইনঃ-
New Farakka Express train derailment in #Raebareli: Emergency helpline no. set up at Deen Dayal Upadhyaya Junction-BSNL-05412-254145
Railway-027-73677. Emergency helpline numbers set up at Patna Station -BSNL-0612-2202290, 0612-2202291, 0612-220229, Railway Phone No.- 025-83288 — ANI (@ANI) October 10, 2018
(ছবি – সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584