কর্নাটকের শিবমোগায় বিস্ফোরণের জেরে মৃত কমপক্ষে ৮, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রবল বিস্ফোরণের জেরে কেঁপে উঠল কর্নাটকের শিবমোগা। বিস্ফোরণের কারণ নিয়ে ধন্দ থাকলেও শিবমোগার জেলাশাসক কেবি শিবাকুমার জানিয়েছেন, হুনাসোদু গ্রামের কাছে ডিনামাইট বিস্ফোরণ ঘটেছে। সেই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে আটজনের। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Karnataka police | newsfront.co

গতকাল বৃহস্পতিবার রাত ১০ টা ২০ মিনিট নাগাদ শিবমোগায় জোরালো বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পার্শ্ববর্তী চিকমাগালুর এবং দাভানগেরে জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়িতে জানলার কাঁচ ভেঙে পড়ে। রাস্তা এবং বাড়িতে ফাটলও তৈরি হয়।

পিটিআই জানিয়েছে, খননকার্যের জন্য বিস্ফোরক নিয়ে যাওয়া যাচ্ছিল। তাতেই বিস্ফোরণ হয়। দুমড়ে-মুচড়ে যায় লরিটি। ছিন্নভিন্ন হয়ে যায় ওই আটজনের দেহ। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে নিহতদের কাউকে চিহ্নিত করা যায়নি।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন শিবমোগার পুলিশ সুপার-সহ জেলা প্রশাসন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা। জেলাশাসক জানান, হুনাসোদু গ্রামের কাছে রেলের পাথর কাটার জায়গায় ডিনামাইট বিস্ফোরণ হয়েছে।

আরও পড়ুনঃ রাতের কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণ সাংবাদিকের, গুরুতর আহত সঙ্গী

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘শিবমোগায় প্রাণহানির খবরে ব্যথিত আমি। শোকাহত পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকার যাবতীয় সহায়তা প্রদান করছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here