ফের দাঁতাল হাতির তান্ডব দলগাঁও চা বাগান এলাকায়

0
68

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বুনো দাঁতালের তান্ডবে নাজেহাল ফালাকাটা ব্লকের বীরপাড়া সংলগ্ন দলগাঁ চা বাগানের বাসিন্দারা।

Elephant attack at Dalgan tea garden | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে বাগানের পাশের দলগাঁওয়ের জঙ্গল থেকে একটি বিশালাকৃত  দাঁতাল হাতি ঐ চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে তাণ্ডব চালায়। শুরু হয়ে যায় তান্ডব। আজ ফের দাঁতালটি কখনও পার হচ্ছে জাতীয় সড়ক। আবার জাতীয় সড়ক পার হয়ে ফিরে এসে ঢুকে পরছে বাগানে।

Elephant attack at Dalgan tea garden | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে ওই হাতি দলগাঁও চা বাগান, বীরপাড়া বাগান,অটোয়া লাইন, স্কুল লাইনে হাতিটি দাপিয়ে বেড়ায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। কার্যত বন কর্মীদের হাতিটিকে বাগে আনতে নাজেহাল হতে হয়। তবে প্রায় সাড়ে ৬ ঘন্টা চেষ্টার পর দাঁতাল হাতিকে দলগাঁও এর জঙ্গলে পাঠাতে সক্ষম হয়ছে  বনদপ্তর।

বন দপ্তরের বীরপাড়া ওয়াইল্ড লাইফের দায়িত্বে থাকা বিট অফিসার শামীম চৌধুরী জানান,”হাতিটিকে দলগাঁওয়ের জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত ১৬ ই আগস্ট মাতাল হাতির তান্ডবে দিশেহারা হয়ে পড়েছিলেন আলিপুরদুয়ারের দলগাঁও এলাকার মানুষেরা। গত শুক্রবার সাত সকালে একটি বিশাল দাঁতাল হাতি দলগাঁও রেঞ্জের জংগল থেকে বেড়িয়ে পড়ে। তার পর দলগাও চা-বাগানের এক শ্রমিক আবাস থেকে হাড়িয়ে খেয়ে ফেলতেই মাতাল হয়ে ওঠে হাতিটি।

আরও পড়ুনঃ ছাত্রকে শাসন করায় স্কুলে ঢুকে শিক্ষককে পেটালো অভিভাবক

হারিয়ার নেশায় বুদ হয়ে দিশেহারা হয়ে ঘুরে বেড়ায় বিশাল দাঁতাল ।কখনো জাতীয় সড়ক তো আবার কখনো শ্রমিক বস্তিতে দাপিয়ে বেড়াচ্ছে দাতালটি। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আজ অর্থাৎ ২১ শে আগস্ট বুধবার ফের দাঁতালের তান্ডব। এই ঘটনায় ডুয়ার্সের দলগাঁও চা বাগান লাগোয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here