নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার রূপনারায়ণ বনদপ্তরের অন্তর্গত হুমগড় রেঞ্জের পাথরমারি এলাকার কদম ডাঙ্গার জঙ্গলে জল খেতে গিয়ে এক হস্তিশাবকের মৃত্যু হয়।

এরপর সেই সেই হস্থি শাবকের মৃতদেহ ঘিরে রাখে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি হাতির পাল। এরফলে সারা দিন পেরিয়ে গেলেও বনদপ্তর উদ্ধার করতে পারেনি হস্তিশাবকটিকে।
আরও পড়ুনঃ জলে ডুবে মৃত হস্তিশাবক,উদ্ধার ঘিরে আতঙ্ক
অবশেষে এক অভিনব কায়দায় সেই দেহ ঘিরে রাখা হাতির পাল মৃত হস্তিশাবকের দেহ উদ্ধার করে সুরে করে নিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে টাঙ্গাসোলের জঙ্গলে চলে যায়।
অন্যদিকে রূপনারায়ণ বনবিভাগ কেন্দ্রের ডিএফও অমিতাভ চাটার্জী জানিয়েছেন ২ দিনের ওই হস্তিশাবকটি, গতকাল রাত্রে জল খেতে গিয়ে মারা যায়, এরপর বনকর্মীরা সেই মৃত হস্তিশাবকটিকে উদ্ধার করতে গিয়েছিল, কিন্তু অন্য হাতির বাধায় হস্তি শাবক থেকে উদ্ধার করতে পারেনি। এরপর বাকি হাতি গুলি ওই মৃত হস্তি শাবক থেকে উদ্ধার করে অন্য জঙ্গলে নিয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584