হাতির উৎপাত ঠেকাতে লালগড়ে এলো তিনটি কুন্তী হাতি

0
142

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

দলমার হাতির উৎপাত ঠেকাতে ও দলমার হাতির সঠিক লোকেশন চিহ্নিত করনে লালগড় ব্লকে বনদফতরের নয়া উদ্যোগ। এদিন লালগড় ব্লকে নিয়ে আসা হল ট্রাকে করে তিনটি কুন্তী হাতি। বনদফতর সূত্রে জানা যায় এই তিনটি কুন্তী হাতির পিঠে করে ঘুমপাড়ানির গুলি বিশেষজ্ঞরা জঙ্গলে ঘুরে বেড়াবে। জঙ্গলে দলমার হাতি আসার আভাস পেলে প্রথম দিকে আসা হাতিদের দুএকটিকে ঘুমপাড়ানির গুলি মারা হবে পরে ঘুমন্ত ঐ দাঁতাল হাতির শরীরে লাগিয়ে দেওয়া হবে রেডিওকলার।

নিজস্ব চিত্র

দাঁতাল হাতি হুশ ফিরে যখন দলে ভিড়বে তখন সেই হাতির দলের লোকেশান অনায়াসে জেনে যাবে বনদফতর। এই ভাবে বিভিন্ন জঙ্গলগুলিতে দলমার হাতির মুভমেন্ট জেনে নিয়ে জঙ্গল লাগোয়া মানুষকে সতর্কীকরণ এর পাশাপাশি হুলাপার্টি দিয়ে হাতিদের নজরে রাখা সম্ভব হবে। বনদফতরের এই অভিনব পন্থা দিয়ে আগামী দিনে হাতির ফসলের, ঘরবাড়ীর ক্ষয়ক্ষতি ও মানুষ হাতি উভয়েরই মৃত্যু ঠেকানো যাবে বলে আশা করা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here