অনেক প্রশ্নের মাঝে ‘আইন তার কাজ করেছে’ এনকাউন্টার প্রসঙ্গে জানাল কমিশনার

0
112

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

 

inspector | newsfront.co
ছবিঃ এএনআই

হায়দ্রাবাদ ধর্ষণকান্ডে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু প্রসঙ্গে সাইবারাবাদের পুলিশ কমিশনার ভি এস সাজ্জানার শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান, ‘আইন তার কাজ করেছে’।

তিনি আরও জানান যে, ‘ঘটনার পূর্ননির্মানের সময় অভিযুক্তরা পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।’ কমিশনারের দাবি, এরপরই পুলিশ প্রতি আক্রমণ করে। সংঘর্ষে দুই জন পুলিশ কর্মী আহত হয়েছে বলেও তিনি জানান। তাদের মাথায় নন বুলেট আঘাত রয়েছে বলে জানানো হয়েছে।

কমিশনার সাজ্জানা ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তরা প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যেই দুইজন অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। বাকি দুজনও লাঠি নিয়ে পুলিশকে আক্রমণ করে। এমতাবস্থায় পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশ তাদের আত্মসমর্পণের সুযোগ দিলেও তার আক্রমণ বন্ধ করেনি। তখনই পুলিশ পাল্টা আক্রমণ করে। যার জেরে মৃত্যু হয় চার অভিযুক্তর।

কিন্তু ভোররাতের এই এনকাউন্টার ঘিরে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। কিভাবে সেফটি লক থেকে অস্ত্র ছিনতাই করল অভিযুক্তরা? কমিশনারের দাবি, ছিনতাই হওয়া অস্ত্রগুলি আনলক অবস্থায় ছিল।

 

inspector 2| newsfront.co
সাংবাদিক সম্মেলনে ভি এস সাজ্জানার। ছবিঃ এএনআই

আরও পড়ুনঃউন্নাও ধর্ষনকাণ্ডে নিগৃহীতাকে পুড়িয়ে হত্যার চেষ্টা অভিযুক্তদের

মানবাধিকার কমিশন জানিয়েছে, তারা একটি দলকে ঘটনাস্থলে পাঠাবে। সেই দলের নেতৃত্বে থাকবেন তেলেঙ্গানার এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক। ওই দল ঘটনাস্থল ঘুরে রিপোর্ট দেবে বলে জানিয়েছে কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here