শ্যামল রায়,কালনাঃ

কালনা শহরের জিউধারা এলাকায় একটি বড় ধরনের বিনোদন পার্ক গড়ে উঠতে চলেছে।
বুধবার কালনা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘরিয়া এ কথা জানিয়েছেন।তিনি এ দিন জানিয়েছেন যে এই পার্কটি করে তুলতে খরচ হবে ৯ কোটি টাকা।এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটি বড় ধরনের বিনোদন পার্ক গড়ে তোলা হোক।সরকারের তরফ থেকে সেই উদ্যোগে সিলমোহর দেওয়া হয়েছে।

সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘড়িয়া আরও জানিয়েছেন যে এই বিনোদন পার্কে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা,সকলের জন্যই আনন্দদায়ক হয়ে উঠবে।এই বিনোদন পার্কে থাকবে টয়ট্রেন থেকে শুরু করে কটেজ এবং একটি আইল্যান্ড।
বিশ্ব বাংলার লোগো থাকবে এই বিনোদন পার্কে।
এর ফলে কালনা পৌরসভা এলাকার বাসিন্দারা তৎসহ কালনা এক নম্বর দুই নম্বর ব্লকের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সকলেই আসতে পারবেন এই পার্কে।তিনি আরো জানিয়েছেন যে এই পার্কটি তৈরি হলে কালনা পৌরসভা এবং কালনা এক নম্বর এবং দু’নম্বর ব্লকের মানুষজন উপকৃত হবেন কারণ এই মুহূর্তে কালনা পৌরসভা কালনা এক নাম্বার এবং দু নম্বর ব্লকের মধ্যে বয়স্ক মানুষ জন এবং বাচ্চাদের বিনোদনের সে অর্থে কোনো ব্যবস্থা নেই। এর ফলে বয়স্ক এবং বাচ্চাদের বিনোদন এবং অবসর যাপনের জন্য একটি সুন্দর ব্যবস্থার সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক প্রোগ্রাম এই পার্কের মধ্যে যাতে করতে পারেন তার ব্যবস্থাও রাখা থাকছে।খুব শীঘ্রই কাজ শুরু হবে।
আরও পড়ুনঃ ইকো ট্যুরিজম পার্কের শিলান্যাস
সরকারের থেকে অনুমোদন পাওয়া গিয়েছে এবং কিছু টাকা বরাদ্দ হয়ে গেছে বাকি টাকা বরাদ্দ হলে পুরোদমে কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91-9593666485