সুদীপ পাল,বর্ধমানঃ
পানাগড় সেনা ছাউনির কাছে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির ছাদ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কোটাগ্রামে। পানাগড় সেনা ছাউনি থেকে যার দূরত্ব এক কিলোমিটারের মতো। জানা যায়, বিস্ফোরণের জেরে তিনজন জখম হয়েছেন – শম্ভু গিরি, ধর্মেন্দ্র কুমার ও হরি হাজরা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়িটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়।
আরও পড়ুনঃ দেশব্যাপী ক্ষোভের মাঝেই কাশ্মীরে আবার বিস্ফোরণ, শহীদ আর্মি মেজর
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছে। অথচ বিস্ফোরণের পরও সিলেন্ডার অক্ষত ভাবে রয়েছে। কি কারণের জন্য এই বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে বুদবুদ থানার পুলিশ। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বম্ব স্কয়্যাড ও সিআইডি-র বিশেষ দল।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় আহত তিনজন বিহারের বাসিন্দা। শিল্পতালুকের তাঁরা কাজ করেন। বিস্ফোরণে হতভম্ব হয়ে যান তাঁরা। গুরুতর অবস্থায় তাঁদের মানকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে। তীব্র বিস্ফোরণের জন্য এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বুদবুদ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক এর চেষ্টা করছে। তবে কি কারণে এই বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584