নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বুধবার মধ্যরাতে রাশিয়া সামরিক অভিযান চালায় ইউক্রেনের বিরুদ্ধে। এরপরে কেটে গিয়েছে গোটা একটি দিন পরিস্থিতির উন্নতি হওয়া তো দূরের কথা ক্রমশ বাড়ছে জটিলতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রে খবর, শুক্রবার ভোরবেলাও ইউক্রেনের কিভ থেকে বড়সড় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।
একটি বিস্ফোরণের খবর এসেছে পোজাঙ্কি ও খারকিভস্কা মেত্রো স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে। ইউক্রেনের অপারেশনাল কম্যান্ড জানিয়েছেন তাঁদের অ্যান্টি এয়ারক্র্যাফট প্রতিরক্ষা বাহিনী রাশিয়ান প্লেন ও ড্রোনগুলিকে আক্রমণ করেছে।
.@siobhan_ogrady just texted that she heard a loud boom in Kyiv. Reports earlier that Russian troops were encroaching on the city from the northeast.
— Isabelle Khurshudyan (@ikhurshudyan) February 25, 2022
ইউক্রেনে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত জানান তিনি দুটি বড় বিস্ফোরণের শব্দ পেয়েছেন ভোর ৪ টে ২৫ মিনিটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, দুটি বিস্ফোরণ হয়েছে কিভে এবং তৃতীয়টি কিছুটা দূরে।
Reports are that Russian forces are moving en masse on Kyiv from the north, south and east.
— Ben Pauker (@benpauker) February 25, 2022
কিভে এই পরিস্থিতির মধ্যেই বহু রাশিয়ানকে পথে নেমে রাশিয়ার এই সামরিক অভিযানের বিরোধিতা করতে দেখা গিয়েছে বলে খবর। মার্কিন নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ অভিযানের প্রথম দিনেই সফল রাশিয়া! তথ্য অনুযায়ী নিহত ১৩৭ জন ইউক্রেন সেনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584