নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মালদা টাউন স্টেশনে এক রেল যাত্রীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল স্টেশন চত্বরে। রবিবার সকালে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে পড়ে গিয়ে জখম হন ওই ব্যাক্তি। রেল পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যালে পাঠালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। রেল পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
মালদা জিআরপি সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম পি কে ওযাগহমারি। তিনি রির্জাভ ফোর্সের জেনারেল ইঞ্জিনিয়ার। মৃত ব্যাক্তির কাছ থেকে উদ্ধার পরিচয় পত্র থেকে জানা গিয়েছে তাঁর এই পরিচয়। জানা গিয়েছে রবিবার সকালে মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বসে ছিলেন ওই ব্যাক্তি। সেখান থেকে উঠে হাঁটতে গিয়ে পড়ে যান প্ল্যাটফর্মের উপর। আশেপাশের অনান্য রেল যাত্রী ও রেল পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে।
তড়িঘড়ি চিকিৎসার জন্য তাকে মালদা মেডিক্যালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসার আগেই তার মৃত্যু হয়। তবে মৃত রেল যাত্রীর সম্পূর্ণনাম, পরিচয় জানার চেষ্টা করছে জিআরপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584