কৃষক দিবস, কৃষকরত্ন প্রদান অনুষ্ঠান পালন নারায়ণগড়ে

0
26

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

কৃষক দিবস পালন ও কৃষকরত্ন প্রদান অনুষ্ঠান আয়োজিত হল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে। উক্ত দিবস উপলক্ষে ব্লকের ১১ নম্বর মান্না অঞ্চলের একজন প্রগতিশীল কৃষক শ্রীপতি চরণ দেকে রাজ্য সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা, মানপত্র সহযোগে কৃষকরত্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়।

farmer day | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও এদিন ব্লকে ৮৫ জন মৃত কৃষক পরিবারের আবেদনের ভিত্তিতে আজ ১২ জনকে দু লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়। এর আগে কয়েক দফায় মোট ৩৮ জনকে এই চেক তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে বাকিদের হাতেও এই চেক তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানালেন ব্লকের কৃষি অধিকর্তা কল্যাণ গাঙ্গুলী।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক নারী সপ্তাহের সমাপ্ত অনুষ্ঠান পালিত হলো বালুছায়া মঞ্চে

কৃষি দপ্তরের সহায়তায় আতমা প্রকল্পের অধীনে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি, ব্লকের কৃষি অধিকর্তা কল্যাণ গাঙ্গুলী, সহ কৃষি অধিকর্তা বকুল কুমার সাহু,পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা সিং, সহ-সভাপতি রাধাকান্ত দাঁ,পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শেখ কাওসার আলী সহ অন্যান্যরা।

উক্ত অনুষ্ঠানে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি বলেন -“আমাদের পোস্ত চাষ বেআইনি। তাই কৃষকরা চাইলেও চাষ করতে পারেন না। আমাদের মুখ্যমন্ত্রী চান কৃষকরা আইনগতভাবে এই চাষ করুক। এর জন্য তিনি কেন্দ্র সরকারের কাছেও জানিয়েছেন। কেন্দ্র সরকার এর আইনগত অনুমতি দিক। যাতে কৃষকরা এই চাষ করতে পারে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here