মদের বিরুদ্ধে মালদহে মহিলাদের মিছিল

0
84

হরষিত সিংহ,মালদহঃ

মদের লাইসেন্স বাতিল ও মদ বন্ধের দাবীতে ভগবানগোলা ব্লকে মিছিল করল মেয়েরা। মিছিল শেষে তারা ডেপুটেশন দেয় বিডিও এবং এস ডি ও কে। নারী নিরাপত্তা ও পারিবারিক নিরাপত্তার দাবীতে আন্দোলন গড়ে তুলে মদ বিরোধী মনোভাব গঠনে এক আন্দোলন মঞ্চও গড়ে তুলেছে এলাকার প্রত‌্যন্ত গ্রামের নিরক্ষর মহিলারা।আন্দোলনের সাথী হতে আবেদন জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষকেও।

নিজস্ব চিত্র।

দীর্ঘদিন ধরেই মদের বিরোধীতায় সরব ছিলেন এলাকাবাসিরা। বাড়ির পুরুষরা মদের নেশায় ডুবে জড়িয়ে পড়ছিল নানা অসামাজিক কাজে। আবার পারিবারিক দায়ভারও পড়ছিল ম্সেয়দের ঘাড়েই। একইসাথে বাড়ছিল সমাজবিরোধী নানা ক্রিয়াকলাপ। ব্লক জুড়েই শিক্ষাদীক্ষার মান মোটের ওপর নিম্নগামী, কাজের সুযোগ প্রায় নেই। মূলত কায়িক পরিশ্রমীদেরই কাজের কিছু আপাত স্থায়ীত্ব আছে। দিনমজুর, কৃষিশ্রমিক বা নির্মাণ শ্রমিকের পেশাতেই নিযুক্ত এলাকার অনক্ষর সম্প্রদায়ের মানুষ। সামান‌্য আয়েই হয় দিনগুজরান। এলাকাজুড়েই নানা অসামাজিক কাজকর্মের প্রবণতা আছেই তারওপর মদের লাইসেন্স ও দোকান গড়ে ওঠাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকাজুড়েই। সন্ধ‌্যে হলেই রাতের অন্ধকারকে সাথী করে বাড়ছিল মদ‌্যপদের ভীড়। দোকানের আশে পাশে আনাগোনা বাড়ছিল সমাজবিরোধী, চোরাচালানকারী, নারী শিশু পাচারকারীদেরও।

নিজস্ব চিত্র।

যাদের সঙ্গে প্রত‌্যক্ষ যোগাযোগ গড়ে উঠছিল স্থানীয় কিছু নির্মান ও কৃষি শ্রমিকের। মাদক দ্রব‌্যের প্রভাবও বাড়ছিল কিছু কিছু। নারী নিরাপত্তার ক্ষেত্রেও মানুষের মনে জন্ম নিচ্ছিল ভয়। আশঙ্কার আঁচ পেয়ে স্থানীয় মানুষ আন্দোলন গড়ে তোলে। রাজ‌্য জুড়েই নারী নিরাপত্তার বালাই নেই। তিন বছরের শিশু থেকে তিরাশি বছরের বৃদ্ধা ছাড় পাচ্ছেননা কেউই। ধর্ষকদের অধিকন্তুই মদ‌্যপও। প্রতিনিয়ত এ নির্মম সত‌্য নিয়ে বাস করা ভগবানগোলার মানুষের কাছে মদের দোকানই অশনি সংকেত। তাই বটবৃক্ষ হওয়ার আগেই চারাগাছ নির্মূলে তারা আন্দোলনের পথই বেছে নিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here