ভাস্কর ঘোষ, সাগরদিঘি, ১৪ মার্চঃ- ৫৫০ বোতল ফেনিসিডিল সহ দু’জনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যেয় সাগরদিঘি বাসস্ট্যান্ড মোড় থেকে পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে।সাগরদিঘি থানার পুলিশ সূূত্রে জানা যায়, ধৃতদের নাম সব্যসাচী মন্ডল ও সরোজিৎ মন্ডল। মুর্শিদাবাদের রানিনগর এলাকায় তাদের দুজনেরই বাড়ি।
তাদের কাছে তল্লাসি চালিয়ে ৫৫০ বোতল ফেনিসিডিল উদ্ধার হয়েছে। ধৃতদের বুধবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের দু’জনকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কোলকাতা থেকে ফেনিসিডিল গুলো এনে রানিনগর নিয়ে যাচ্ছিল বলে সাগরদিঘি থানার পুলিশ জানিয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যেয় তার সাগরদিঘি বাসস্ট্যান্ডের মোড়ে বাস ধরার জন্য অপেক্ষা করছিল। তাদেরকে দেখে সেখানে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে। তাদের কাছে তল্লাসি চালিয়ে ৫৫০ বোতল ফেনিসিডিল পাওয়া যায়। তখন পুলিশ তাদের দু’জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের সঙ্গে এলাকায় আরও কারা কারা জড়িত রয়েছে তা জানতে তদন্তে নেমেছে সাগরদিঘি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584