নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ধাপে ধাপে লকডাউন এর দিন ঘোষণা করা হয়। শনিবার ছিল আগস্ট মাসের দ্বিতীয় সাপ্তাহিক লকডাউন।নবান্ন থেকে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় সম্পূর্ণভাবে লকডাউন সফল করার জন্য৷
তাই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রচার করে সর্বস্তরের মানুষকে জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়। সেই সঙ্গে লকডাউন মেনে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয় ।
প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে লকডাউন ভেঙে এক শ্রেণীর মানুষ রাস্তায় বেরিয়ে ছিল। তারা কেন রাস্তায় বেরিয়েছে তার জবাব দিতে না পারায় পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর গড়বেতা ঘাটাল দাসপুর সহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষকে আটক করেছে।
মেদিনীপুর শহর এলাকা থেকে ১৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। সেইসঙ্গে মেদিনীপুর শহরে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালিয়েছে পুলিশ । ড্রোন এর মাধ্যমে নজরদারি চালিয়ে পুলিশ জানতে পারে মেদিনীপুর শহরের অরবিন্দ নগরে কিছু মানুষের জমায়েত হয়েছে । এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে জমায়েত করা যুবকেরা ছুটে পালিয়ে যায় ।
আরও পড়ুনঃ মেখলিগঞ্জে করোনা আক্রান্ত ২ স্কুল পড়ুয়া
যদিও লক ডাউন সফল করতে যে কালো পোশাকের পুলিশ মোতায়েন করা হয় মেদিনীপুর শহর জুড়ে ।তাদের নির্দেশে শহরের দোকানপাট বন্ধ ছিল, যানবাহন চলাচল করেনি, যদিও জরুরী পরিষেবা চালু ছিল। তবে মোটের ওপর লকডাউন শান্তিপূর্ণ ছিল।কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেবলমাত্র পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে লক ডাউন অমান্য করায় শতাধিক মানুষকে আটক করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584