স্পোর্টস ডেস্ক,নিউজফ্রন্টঃ
এই বছর শুরু হতে যাচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২ তম সংস্করণ,যা ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে।বিশ্বকাপ চলবে ৩০শে মে থেকে ১৪ই জুলাই ২০১৯ পর্যন্ত।বিশ্বকাপের জন্য দল ঘোষণা করছে সব কটি দেশ।
জেনে নিন কারা কারা জায়গা পেলেন দলে –
অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ(অধিনায়ক),জেসন বেহরেনড্রফ,অ্যালেক্স কারে,ন্যাথান কোল্টার নিলে,প্যাট কামিন্স,উসমান খোয়াজা,ন্যাথান লিঁও,শন মার্শ,গ্লেন ম্যাক্সওয়েল,জিহে রিচার্ডসন,স্টিভ স্মিথ,মিচেল স্টার্ক,মার্কাস স্টোয়েনিস,ডেভিড ওয়ার্নার,অ্যাডাম জাম্পা।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক),মার্টিন গাপ্তিল,হেনরি নিকোলস,রস টেলর,টম লাথাম,কলিন মুনরো,টম ব্লানডেল,কলিন ডি গ্র্যান্ডহোম,মিচেল সান্টানার,জিমি নিশাম,ইশ সোধি,ম্যাট হেনরি,লকি ফার্গুসন,টিম সাউদি,ট্রেন্ট বোল্ট
শ্রীলঙ্কা দল : দিমুথ করুণারত্নে (অধিনায়ক),অ্যাঞ্জেলো ম্যাথিউজ,লসিত মালিঙ্গা,কুশল পেরেরা,লিহিরু থিরুমানে,আভিষ্কা ফার্নান্দো,কুশল মেন্ডিস,ধনঞ্জয় ডি সিলভা,জেফ্রি ভান্দারসে,থিসারা পেরেরা,ইসুরু উদানা,সুরঙ্গা লাকমল,নুয়ান প্রদীপ,জীবন মেন্ডিস,মিলিন্দা শিরিওয়ারদানা
বাংলাদেশ দল : মশরাফি মোর্তাজা(অধিনায়ক),তামিম ইকবাল,মহম্মদুল্লাহ,মুশফিকুর রহিম,শাকিব আল হাসান,সৌম্য সরকার,লিটন দাস,শাব্বির রহমান,মেহেদি হাসান,মহম্মদ মিঠুন,রুবেল হোসেন,মুস্তাফিজুর রহমান,মহম্মদ সইফুদ্দিন,মোসাদ্দেক হোসেন,আবু জায়েদ
ইংল্যান্ড দল : ইয়ন মর্গ্যান (অধিনায়ক),মোয়েন আলি,জনি বারিস্তো,জস বাটলার,টম কারান,জো ডেনলি,অ্যালেক্স হ্যালস,লিয়াম প্ল্যাঙ্কেট,আদিল রাশিদ,জো রুট,জেসন রয়,বেন স্টোকস,ডেভিড উইলি,ক্রিস ওকস,মার্ক উড।
ভারতীয় দল : রোহিত শর্মা,শিখর ধাওয়ান,কেএল রাহুল,বিরাট কোহলি (অধিনায়ক),এমএস ধোনি (উইকেটরক্ষক),কেদার যাদব,বিজয় শঙ্কর,হার্দিক পান্ডিয়া,কুলদীপ যাদব,যজুবেন্দ্র চাহাল,ভুবনেশ্বর কুমার,মহম্মদ শামি,জসপ্রীত বুমরাহ,রবীন্দ্র জাডেজা,দীনেশ কার্তিক।
দক্ষিণ আফ্রিকা দল : ফ্যাফ ডু প্লেসি,জেপি ডুমিনি,ডেভিড মিলার,ডেল স্টেইন,আন্দিলে ফেহলুকায়ো,ইমরান তাহির,কাগিসিও রাবাদা,ডিওয়ানি প্রিটোরিয়াস,কুইন্টন ডি কক,অ্যানরিচ নোর্তজে,লুঙ্গি এনগিদি,আইদেন মার্করম,রাসি ভিদি দুসিন,হাসিম আমলা,তাবরিজ শামসি।
আরও পড়ুনঃ পলিটেকনিক কলেজে রক্তদান শিবির
জমজমাট এই ক্রিকেট বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট প্রেমীরা।নিজের দেশের জন্য সাপোর্টার হয়ে কেউ স্টেডিয়ামে আবার কেউ টেলিভিশনের সামনে বসে খেলা উপভোগ করে উন্মাদনায় ভাসতে চায় সব বয়সের মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584