আসাম এনআরসির প্রাক্তন কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর দায়ের

0
81

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

আসাম এনআরসির প্রাক্তন কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে দায়ের হল পুলিশি অভিযোগ। যে এনজিওর আবেদনে সাড়া দিয়ে সুপ্রিমকোর্ট ২০০৯ সালে আসাম এনআরসি আপডেটের নির্দেশ দেয়, সেই এনজিও ‘আসাম পাবলিক ওয়ার্কস'(এপিডাব্লিউ)-এর অভিযোগের ভিত্তিতে আসাম সিআইডির অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ দায়ের করে এফআইআর।

Supreme court on Assam NRC | newsfront.co

এফআইআরে আসাম পাবলিক ওয়ার্কসের তরফে অভিজিৎ শর্মা অভিযোগ করেন যে প্রতীক হাজেলা আসাম এনআরসির ফ্যামিলি ট্রি ভেরিফিকেশন প্রক্রিয়ায় কারসাজি করেছেন। এই কারসাজিতে হাজেলার সঙ্গে যুক্ত ছিল কিছু ডাটা এন্ট্রি অপারেটর, মাইগ্র্যান্ট ব্যাকগ্রাউন্ড থাকা কিছু আধিকারিক, কিছু সংখ্যালঘু নেতা ও কিছু ‘আন্টি ন্যাশনাল’।

আরও পড়ুনঃ যারা ভ্যাকসিন নিতে চান না তারা ভারতে যান অথবা আমেরিকাঃ ফিলিপাইন রাষ্ট্রপতি

অভিজিৎ বাবু অভিযোগ করেন যে এনআরসি তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন বেশকিছু নাম বেআইনিভাবে ঢোকানো হয়েছে। এছাড়াও কিছু সন্দেহজনক ব্যক্তির নামও এনআরসি তালিকায় ঢুকে গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here