নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মাছের মধ্যে ইলিশের স্বাদ অন্য মাত্রা এনে দেয় সকল বাঙালির মনে। মূলত বর্ষার সময় সমুদ্র থেকে পাওয়া যায় ইলিশ। তবে এবছর মরশুমের প্রথম ইলিশ পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা থেকে।
জানা গেছে, ডায়মন্ডহারবারের বেশ কিছু ট্রলার আসে সমুদ্র সৈকত দীঘা এলাকায় মাছ বিক্রির জন্য। তবে মরশুমের প্রথম ইলিশ আনায় ভালো দাম পেয়েছেন মাছ ব্যবসায়ীরা। জানা গেছে দুই কুইন্টাল ইলিশ নিয়ে এসেছিল ডায়মন্ডহারবার থেকে।
আরও পড়ুনঃ হাতির হামলা রুখতে ‘মহাকাল’ পুজো
প্রত্যেকটি মাছের ওজন ছিল ৫০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত। তবে নিম্নচাপের প্রভাবে ইলশেগুড়ি বৃষ্টিতে বেশ কয়েকদিনের মধ্যেই দীঘার সমুদ্র থেকে আরো পাওয়া যেতে পারে ইলিশ, এমনটাই আশাবাদী মৎস্যজীবীরা।
তবে এই ব্যাপারে দীঘা শঙ্করপুর ফিশারমেন অফিস টেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গেছে, দীঘা থেকে এখনো পর্যন্ত ইলিশের খোঁজ পাওয়া যায়নি। তবে আগামী দিনে ইলিশের খোঁজ মিলবে বলে আশাবাদী অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তবে যাই হোক, মরশুমের প্রথমে ইলিশ পাতে পেয়ে মুখে হাসি ফুটবে সকল বাঙালির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584