মোহনা বিশ্বাস,ওয়েবডেস্কঃ
বিশ্বব্যাপী একটা অসুখই নাজেহাল করে তুলছে জনজীবন। এই প্রাণহানি ভাইরাসের নাম করোনা। যার কারণে আজ অসুস্থ লক্ষ লক্ষ মানুষ। এইমুহূর্তে করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। টানা দু’মাস লকডাউন চলায় বন্ধ ছিল বিমান পরিষেবা। দীর্ঘ অপেক্ষার পর ভারতে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়েছে। বিমান পরিষেবা চালু হওয়ার সাথে সাথেই ‘বিশেষ বিভাগের’ টিকিট কেটে একাই বিমানে চেপে বেঙ্গালুরু বিমানবন্দরে মায়ের কাছে ফিরল বিহান।
পাঁচ বছর বয়সের বিহান শর্মা দিল্লি থেকে একাই টিকিট কেটে বিমানে চেপে পড়ে এবং বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে মায়ের সঙ্গে দেখা করে। তিন মাস মাকে দেখেনি বিহান। এতদিন মাকে ছেড়ে থাকতে থাকতে অবশেষে টিকিট কেটে বিমানে বেঙ্গালুরু ফিরে যায় ছোট্ট বিহান।
আরও পড়ুনঃ সোমবার থেকে মুম্বাইয়ে চালু হচ্ছে বিমান পরিষেবা
Welcome home, Vihaan! #BLRairport is constantly working towards enabling the safe return of all our passengers. https://t.co/WJghN5wsKw
— BLR Airport (@BLRAirport) May 25, 2020
হলুদ জামা প্যান্ট পরা, মুখোশ এবং নীল গ্লাভস পরে দাঁড়িয়ে থাকা ছেলে বিহানকে পাশে নিয়েই সংবাদ সংস্থা এএনআইকে বিহানের মা বলেন, “আমার পাঁচ বছরের ছেলে বিহান দিল্লি থেকে একাই প্লেনে চেপে চলে এসেছে, ও তিন মাস পর বেঙ্গালুরুতে ফিরে এল।”
লকডাউনের শুরু হতেই বন্ধ করে দেওয়া হয়েছিল বিমান পরিষেবা। তারপর সোমবার সকাল ৯ টা অবধি বেঙ্গালুরু বিমানবন্দরে পাঁচটি ফ্লাইট অবতরণ করে এবং ১৭ টি যাত্রা করে। বিহানের বিমান ছিল এগুলির মধ্যেই একটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584