অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
টোকিও অলিম্পিক হওয়া নিয়ে এখনো সংশয়। জাপান যদি অলিম্পিক না করতে চায় তাহলে আমেরিকার শহর ফ্লোরিডা অলিম্পিক আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছে।
গত বছর অলিম্পিক করোনা ভাইরাসের জন্য স্থগিত হয় ঠিক হয় ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। কিন্তু সামাজিক দূরত্ব মেনে অলিম্পিক করার ব্যাপারে নিশ্চয়তা দিতে পাচ্ছে না টোকিও প্রশাসন। কিন্তু আমেরিকাতে করোনাভাইরাসের প্রকোপ সব থেকে বেশি, সেখানে কিভাবে সুষ্ঠ ভাবে হবে অলিম্পিক তা নিয়ে প্রশ্ন!
কিন্তু ফ্লোরিডার মুখ্য আর্থিক অফিসার জিমি প্যাট্রোনিস গত সপ্তাহেই নাকি একটি চিঠি পাঠিয়েছিলেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিকে।
আরও পড়ুনঃ যৌন নির্যাতন নিয়ে বম্বে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের
অনুরোধ করেন, এখনও ফ্লোরিডায় এসে সব কিছু খতিয়ে দেখে যাওয়ার সময় রয়েছে।” তবে আমেরিকার ইচ্ছেকে গুরুত্ব দিতে চায় না অলিম্পিক কমিটি।
আগামী সপ্তাহে অলিম্পিক্সের অংশ নিতে আসা সমস্ত ক্রীড়াবিদের জন্য রুলবুক প্রকাশ করবে আইওসি এবং টোকিয়োর আয়োজকরা । অ্যাথলিটরা কী করে জাপানে নিরাপদ থাকবেন, কী করবেন এবং করবেন না তার ব্যবস্থা খতিয়ে দেখা হবে। এরপর কি হয় সেদিকেই নজর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584