শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে তার অনুগামীরা

0
83

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বেশ কয়েক মাস ধরেই প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বর্তমান রাজনৈতিক মহলের জল্পনার কর্ণধার হয়ে দাঁড়িয়েছে। এই জল্পনার মধ্যে তিনি নিরাপত্তারক্ষী ও মন্ত্রিত্ব ছেড়ে দিলেও এখনও পর্যন্ত বিধায়ক পদে রয়েছেন।

Suvendu Adhikari | newsfront.co
ফাইল চিত্র

মন্ত্রিত্ব ও নিরাপত্তারক্ষী ছেড়ে দেওয়ার পর বহুবার অরাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তার মুখ থেকে শোনা গেছে তিনি এখনও পর্যন্ত তৃণমূলে রয়েছেন, তাকে মুখ্যমন্ত্রী তাড়াইনি এবং তিনিও ছেড়ে দেননি। কিন্তু জল্পনাকে স্থগিত রেখেছেন শুভেন্দু অধিকারী। তারই মাঝে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কনিষ্ক পন্ডা তার অবস্থান নিয়ে দিন কয়েক আগে মুখ খুলে ছিলেন।

আরও পড়ুনঃ মিছিল ডেকে নিজেরাই লোক মারে বিজেপি- দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

তিনি বলেছিলেন, তিনি পদ লোভী নন, যা নিয়ে রাজনৈতিক মহলে আরও জল্পনা তৈরি হয়েছিল। সোমবার মেদিনীপুর শহরের কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর সভার পরেরদিন ফের একবার জল্পনাকে উস্কে দিলেন তার ঘনিষ্ঠ নেতা তথা অনুগামী কনিষ্ক পন্ডা। এবার তিনি শুভেন্দু অধিকারীর প্রাণহানি নিয়েও মুখ খুললেন, জানিয়ে হতভম্ব রাজনৈতিক বিশ্লেষণ কারীরা।

আরও পড়ুনঃ মেদিনীপুরের পদ্মাবতী শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির

এছাড়াও তিনি বলেন, “আমরা আগামী দিনে আইনি প্রক্রিয়ায় রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছি শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে।” প্রসঙ্গত সপ্তাহখানেক আগে পূর্ব মেদিনীপুর জেলায় অরাজনৈতিক সভামঞ্চে উপস্থিত হতে দেখা গিয়েছিল কুনাল ঘোষ ও লক্ষ্মণ শেঠকে, যা নিয়ে চক্রান্ত মনে করছেন শুভেন্দুর ঘনিষ্ঠ নেতা তথা অনুগামী কনিষ্ক পন্ডা।

অরাজনৈতিক সভাতে কুনাল ঘোষ ও লক্ষ্মণ শেঠ, এইদিকে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষের জামিন -সব মিলিয়ে এক চক্রান্তের লক্ষণ দেখছে শুভেন্দুর অনুগামী কনিষ্ক পন্ডা। বর্তমানে রাজ্য রাজনীতি তে শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক চর্চার শীর্ষে রয়েছেন তা বলা বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here