সুদীপ পাল,বর্ধমানঃ
রাস্তায় ধস। দুর্ঘটনার আশঙ্কা করে বাস চালাচ্ছেন না বাস মালিকরা তার জেরে সমস্যায় পড়েছেন কসবা-পানাগড় রুটের যাত্রীরা। কসবা,রনডিহা সহ পনেরোটি গ্রামের বাসিন্দারা চরম সমস্যায় দিন কাটাচ্ছেন। গ্রামবাসীদের বক্তব্য, এই রাস্তায় এমনিতেই যোগাযোগ ব্যবস্থা খারাপ। চারটি বাস আর গোটা চার ট্রেকার চলাচল করে। রাস্তায় ধস নামায় সেটিও এখন বন্ধ। যদিও বাস মালিকদের বক্তব্য, রাস্তা ধ্বসে গিয়ে চরম বেহাল। এই অবস্থায় কোন দুর্ঘটনা ঘটলে বাস মালিকদের দিকেই তো আঙুল উঠবে।

যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে বাস চালাতে তাঁরা নারাজ। তবে বাস মালিকদের পক্ষ থেকে রাস্তা সংস্কারের জন্য চাকতেঁতুল পঞ্চায়েতের বিদায়ী প্রধান অনুপ মেটের কাছে আবেদন করা হয়েছে বলে তাঁরা জানান। গলসি ১নং ব্লকের বিডিও বিনয় কুমার মন্ডল বলেন, পিডাব্লুডি কে পরিদর্শন করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। দ্রুত রাস্তার সংস্কারের কাজ শুরু হবে। প্রশাসনিক স্তর থেকে আশ্বাস মিলছে কিন্তু চাকতেঁতুল পঞ্চায়েত ঘিরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের আভাস মিলছে। যেখানে বিদায়ী প্রধানের সাথে নব নির্বাচিত সদস্যদের সংঘাত। উল্লেখ্য, বিদায়ী প্রধান এবার টিকিট পাননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584