নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
শনিবার কালচিনিতে এল এম প্রধান ও ঈশ্বরচন্দ্র তীরকি শিশু উদ্যানের উদঘাটন হল আজ। উদঘাটন করেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটা বিধায়ক অনিল অধিকারি সহ বিশিষ্টরা।
কালচিনি থানা সামনে শিশু উদ্যান টি সৌন্দযায়ন করে আজ থেকে শুরু হল এই শিশু উদ্যানটি।এই শিশু উদ্যানে উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিক নেতা এল এম প্রধান ও ঈশ্বরচন্দ্র তিরকি আবক্ষ মূর্তি বসানো হয়েছে কালচিনি তে এই প্রথম আধুনিক মানের শিশু উদ্যান তৈরি করা হয়েছে।
কালচিনি তে আগে কোনো পার্ক ছিলনা তাই এখানকার বিশিষ্টরা এই পার্কটি করার চিন্তা ভাবনা করে।আধুনিক পার্কে রূপান্তরিত হয় এবং আজ কালচিনি বাসীর জন্য এই আধুনিক পার্কটি খুলে গেল ।
আরও পড়ুনঃ ব্রিগেড সমাবেশ উপলক্ষে দেওয়াল লিখনে গৌতম দেব
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584