সুদীপ পাল,বর্ধমানঃ
শাসকদলের এক নেতার গোয়াল ঘর থেকে আচমকা হানা দিয়ে পুলিশ উদ্ধার হল তাজা বোমা।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।জানা যায়,গোয়ালঘরের প্লাস্টিকের জারে ভর্তি ছিল বোমা।বোমাগুলি উদ্ধারের পর দ্রুত নিষ্ক্রিয় করা হয়।এদিকে শাসক দলের নেতা কাজল মল্লিক এই ঘটনার পর পালাতক।কাজল গলসী ১ তৃণমূল সভাপতি জাকির হোসেনের অনুগামী বলেই পরিচিত। এলাকায় শাসক দলের দাপুটে নেতা হিসাবে পরিচিত মুখ।পুলিশ বোমা উদ্ধারের পর খবর দেওয়া হয় সি আই ডি বোম্বস্কোয়াড টিমকে।
একটি দমকলের ইঞ্জিন আনা হয়।বোম্বস্কোয়াড টিম এসে বোমা গুলি ফাকা মাঠে নিয়ে গিয়ে নিস্ক্রিয় করে।কাজলের বাড়ি এবং গোয়াল ঘর পুলিশ ঘিরে রেখেছে।এদিকে কাজল ও তার বাড়ির লোক পালাতক।স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।গ্রামে আর যাতে কোন রকম অশান্তি যাতে না ঘটে সেই দিকেও নজরদারি চালাচ্ছে গলসি থানার পুলিশ।
আরও পড়ুনঃ নিত্য নৈমিত্তিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584