নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি ক্যাম্পাসে উদ্ধার হল এক ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত ছাত্রের নাম গাঙ্গীরেড্ডি হানিমি রেড্ডি (২৪)।
তাঁর বাড়ি অন্ধ্রপ্রদেশে।ছেলেটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
পুলিশের প্রাথমিক অনুমান,ছেলেটি আত্মঘাতী হয়েছে।পরে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে ওই ছাত্রটি যে ঘরে থাকত সেই ঘরের দরজা দীর্ঘক্ষণ ধরে ভেতর থেকে বন্ধ ছিল।হস্টেলের অন্যান্য আবাসিকরা বেশ কয়েকবার দরজায় ধাক্কাধাক্কি করলেও দরজা খোলেনি ওই ছাত্র।এরপর তারা হস্টেল কর্তৃপক্ষকে জানায় বিষয়টি।কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত মানসিক অবসাদের কারনেই আত্মঘাতী হয়েছে ওই ছাত্র।তবে অন্যান্য আবাসিকরা বা হস্টেল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলতে রাজী হয়নি।
আরও পড়ুনঃ পুলিশ কে কামড় দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয়ের বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584