পিয়ালী,দাস,বীরভূমঃ
মাত্র ১০ ঘণ্টার মধ্যে বীরভূমের জেলাশাসকের বাংলোর প্রাচীরে বোমাবাজির ঘটনায় পুলিশ প্রধান চার অভিযুক্তকে গ্রেফতার করলো। সোমবার ভোররাতে প্রায় আটটি বোম মেরে পালিয়ে যায় দুষ্কৃতীরা।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রানীগঞ্জ- মোরগ্রাম সিউড়ীতে জাতীয় সড়কের পাশেই জেলাশাসকের বাংলো। বাংলোর ভেতরেই পড়ে রয়েছে ফেটে যাওয়া বোমার সুতলি।ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় বোম স্কোয়াড।তদন্তে নামে সিআইডি।
বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বাসু বলেন,গভীর রাতে বাংলোর বাইরে শব্দ শুনেছি, পুলিশ তদন্ত করছে।
তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান গত বেশ কিছুদিন ধরে নিয়মবহির্ভূতভাবে যেসব বালি ঘাটের মালিকরা বালি ব্যবসা করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন জেলাশাসক,বেশ কিছু অসাধু বালি ব্যবসায়ী গ্রেফতার হয়েছে ইতিমধ্যে।
আরও পড়ুনঃ তৃণমূল নেতার বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
বুধবার বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল সাংবাদিক বৈঠক করে জানান,বৈদ্যুতিন মাধ্যমে সাংবাদিকের বাড়ি ও বীরভূম জেলা শাসকের বাংলোর সামনে তারাই বোমাবাজি করেছে।এই অভিযুক্তরা প্রত্যেকেই বালিঘাট এর সঙ্গে জড়িত বেআইনি বালি পাচার রুখতে জেলাশাসকের অভিযানে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে।
এই চার যুবককে তারি প্রতিশোধ নিতে অভিযুক্তরা বোমাবাজি করতে পাঠিয়েছিল বলে স্বীকার করেছে তারা।অভিযুক্তদের বুধবার আদালতে তুললে বিচারক তাদের কে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানান, দুটি ঘটনা তদন্তের জন্য ১০ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়,অতি দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়া শেষ করে অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584