শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
আজ ডাক্তার দিবস উপলক্ষে তপন ১ নং পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ভাড়ুপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল একটি একদিনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।সমগ্র ব্যবস্থাটির উদ্যোক্তা তপনের টেগোর সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষা করেছেন বরাহার স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ সাগর বেসরা মহাশয়।সবমিলিয়ে প্রায় ২০০ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এই শিবির থেকে।
অনুষ্ঠান টেগোর সোসাইটির কর্মীরা ছাড়াও হিলি কলেজের অধ্যাপক অভিজিৎ সরকার,সমাজকর্মী দেবাশিস সরকার,মাধব মৈত্র প্রমুখ ব্যক্তিরা উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন ওষুধ কিনে দিয়ে।
আরও পড়ুনঃ হাসপাতালে ফল বিতরণ ছাত্র পরিষদের
সংস্থার কর্মকর্তা তরুণ চ্যাটার্জী জানান,বিধান চন্দ্র রায়ের জন্মদিনে তপনের একেবারে প্রান্তিক গ্রামে প্রান্তিক মানুষের জন্য এই ব্যবস্থা করতে পারার জন্য ডাক্তারবাবু,ফার্মাসিস্ট সহ এই এলাকার প্রতিটি মানুষের কাছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584