নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
শনিবার গণেশ পুজাে উপলক্ষে বাড়িতে বাড়িতে চলছিল গণেশ বন্দনার প্রস্তুতি। তবে করোনা আবহে এবার দেশজুড়েই গণপতি বন্দনার ছবিটা একদম অন্যরকম। অনেক পুজো কমিটি করোনার কারণে এই বছর গণেশ পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
যারা পুজো করবেন তারা একেবারেই সাদাসিদে ভাবে পুজো হবে বলে জানিয়ে ছিলেন। গনেশ পুজো মানেই মহারাষ্ট্র! দশ দিন জাঁকজমক করে পুজো করা হয় এখানে। বাড়িতেও ধুমধাম করে পালিত হয় এই গণেশ চতুর্থী।
আরও পড়ুনঃ ভিড় হীন গণপতি আরাধনা বাঁকুড়ায়
দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকেও বাড়িতে বাড়িতে পালিত হল গণেশ পুজো। অন্যান্য বছর গণেশ পুজো উপলক্ষে বাড়িতে যেভাবে ধুমধাম করে অনুষ্ঠান হত সেভাবে অনুষ্ঠান না হলেও পুজোর নিয়ম বিধি মেনে স্বল্প পরিসরে পালিত হল পুজো। মূলত করোনা আবহের কারণে গণেশ পুজোর সেই রকমভাবে আরাধনা না হলেও, স্বাস্থ্য বিধি অনুযায়ী বাড়িতে বসেই গণেশ পুজোর আরাধনায় মেতে উঠেছে সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584