চিকিৎসক দিবসে অভুক্তদের মুখে অন্নের জোগান ‘গরীবের রান্নাঘর’

0
114

শুভদীপ ভট্টাচার্য, বহরমপুরঃ

বাংলার এককালীন স্থপতি ও বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন ও মৃত্যু জয়ন্তী উপলক্ষ্যে এবং ‘বিশ্ব চিকিৎসক দিবসে’ মোহন সিনেমার সন্নিকটে নাটাতলার মোড়ে আহ্বান ফাউন্ডেশন আয়োজন করে “গরীবের রান্নাঘর”। ইতিপূর্বেও আহ্বান ফাউন্ডেশনের উদ‌্যোক্তাদের তরফে অভুক্তদের পাশে থেকে তাদের মুখে অন্ন তুলে দেওয়ার মহতী কাজের সূচনা করেছেন উদ‌্যোক্তারা।

নিজস্ব চিত্র

আজ তার দ্বিতীয় দিন। গ্রাম থেকে আগত প্রায় ১৫০ জন অসহায় এবং ভিক্ষুকদের মুখে খাবার তুলে দেয় আহ্বান ফাউন্ডেশন। আগামীদিনে এই মহতী উদ্যোগকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার সংকল্প আহ্বান সংস্থার সম্পাদক
সৌভিক সিংহের। এভাবেই দেশজোড়া অনাহারীদের পাশে থেকে আস্থা জোগানোর স্বপ্ন দেখছেন সৌভিক সিংহ, মনোদীপ ব্যানার্জীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here