ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
রবিবার বিশ্বে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গেল আড়াই কোটির গন্ডি।
মধ্য জুলাই থেকে চার দিন অন্তর ১০ লক্ষ করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমনকি নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার মত দেশগুলো যারা করোনাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল, সেখানেও নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
অন্যদিকে ব্রাজিলের অবস্থা সবচেয়ে খারাপ। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র।ব্রাজিলেই মৃত্যু হয়েছে ১ লক্ষ ২০ হাজার মানুষের। প্রতিদিন সেখানে ৪০ হাজারের বেশি মানুষ নতুনভাবে আক্রান্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে গড়ে এক হাজারের বেশি।
সারা বিশ্বে এখন পর্যন্ত কমবেশি ৮ লক্ষ ৪৩ হাজার মানুষ করোনার বলি হয়েছে। এখন পর্যন্ত তেমন কোনো ভ্যাকসিন বা চিকিৎসা আবিষ্কার হয়নি।
তবে ভয়ানক সংক্রমণ সত্ত্বেও অর্থনৈতিক দূর্দশার কারণে লকডাউন ও সামাজিক দূরত্বের বিভিন্ন নিয়ম কানুনের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবাদ শুরু হয়েছে।বার্লিন,লন্ডন,জুরিখ প্রমুখ শহরে মানুষ পথে নেমেছে।
আরও পড়ুন:সংক্রমণের রেকর্ড! ২৪ ঘণ্টায় ৭৮,৭৬১ জন নতুন করে করোনা আক্রান্ত
এদিকে রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা দাপটের যে পরিসংখ্যান তুলে ধরেছে তাতে ভারতে ফের রেকর্ড সংক্রমণ হয়েছে। তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৭৬১ জন।ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৫ লক্ষ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৬৩৪৯৮ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584