শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষি জমি পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা

0
144

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

কুশমন্ডি ব্লকে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষি জমি পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ৫ নম্বর দেউল গ্রাম পঞ্চায়েত এবং ৬ নম্বর বেরোয় গ্রাম পঞ্চায়েতের মানিকোর, মোল্লাপাড়া কোচরা, দেওবন্দ , সহ বিভিন্ন এলাকায় গতকালের প্রবল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় ফসলের।

government officer visit to damage agriculture field | newsfront.co
নিজস্ব চিত্র

আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন এগ্রিকালচার দফতরের প্রতিনিধি সরফরাজ আহমেদ, কুশমন্ডি ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস,কুশমন্ডি ব্লক সহ অধিকর্তা অফিসের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার মোঃ শামীম আনোয়ার, কেপিএস শাকিলা পারভিন, বিশিষ্ট সমাজসেবী ও দেউল গ্রাম পঞ্চায়েত প্রধান বিনয় সরকার সহ অন্যান্যরা।

government officer visit to damage agriculture field | newsfront.co
নিজস্ব চিত্র

জানা যায় ৫ নম্বর দেউল জিপিতে আঠারোটি মৌজায় ৫০০ হেক্টর বোরো ধান, ৪৫৫ হেক্টর পাট জমিতে নষ্ট হয়েছে। পাশাপাশি ৬ নম্বর বেরোল জিপিতে দেড়শো হেক্টর বোরো ধান ১৪ হেক্টর পাট গতকালের শিলা বৃষ্টিতে চরম ক্ষতিগ্রস্থ হয়েছে।

আরও পড়ুনঃ সমাজ বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সৌরভের বামনগাছিতে ফের খুন প্রতিবাদীর

এছাড়াও লংকা পটল ভেন্ডি করলা সহ অন্যান্য সবজির প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এইদিন ক্ষতিগ্রস্থ ফসল ক্ষেত গুলি প্রদর্শন করে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here