এনপিআর-এর প্রাথমিক খসড়া তালিকা তৈরির আনুমানিক খরচ ৮,৫০০ কোটি

0
56

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে একটি বিশেষ বৈঠক বসে। এই বৈঠকে এনপিআর(জাতীয় জনসংখ্যা নিবন্ধকরণ)-এর কাজ নিয়ে বিশেষ আলোচনা করা হয়। জানা গিয়েছে, মোদী সরকার এনপিআর এর আপডেট সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

government prepare nrc draft list | newsfront.co
ফাইল চিত্র

এনপিআর সংক্রান্ত খসড়া তালিকা তৈরিতে ব্যয় হবে প্রায় ৮,৫০০ কোটি টাকা৷ জানা গিয়েছে, ওই পরিমাণ টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে৷ দেশের সমস্ত সাধারণ জনগণের পরিচয়ের একটি রেকর্ড বা নিবন্ধ গড়তেই এই কাজ শুরু৷ পাশাপাশি ওই রেকর্ডে বায়োমেট্রিক বিশদ বিবরণও থাকবে।

আরও পড়ুনঃ ডোমকলে এনআরসি বিরোধী সভায় অধীরকে ‘কুমড়ো’ বলে আক্রমণ শুভেন্দুর

আরও জানা গিয়েছে, এনপিআর এর প্রাথমিক কাজ শুরু হবে ২০২০-র এপ্রিল-সেপ্টেম্বরের মধ্যে। অসম ছাড়া সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেই এনপিআর এর কাজ শুরু হবে। অসমে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে জাতীয় জনসংখ্যা নিবন্ধের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

২০১০ সালে ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদে এনপিআর এর জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। সেই কাজের প্রথম আপডেট করা হয় ২০১৫ সালে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, আপডেট হওয়া তথ্যের ডিজিটালাইজেশনও এখন সম্পূর্ণ।

আরও পড়ুনঃ মাটিগাড়ায় কৃষি মেলার উদ্বোধনে পর্যটন মন্ত্রী

এই কাজটি অনেকটাই আদমশুমারি গণনার মতো, যা প্রতি দশ বছর অন্তর লোকের বাড়ি বাড়ি গিয়ে সরকারের তরফে করা হয়ে থাকে। ২০২০ সালের এপ্রিল-সেপ্টেম্বর নাগাদ এনপিআর এর কাজ সম্পন্ন হলে, ২০২১ এ বিজেপি সরকার আদমশুমারি গণনার কাজে নামবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here