শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার পর্যটনকে রাজ্যের পর্যটন মানচিত্রে তুলে ধরতে ইতিমধ্যেই জেলা প্রশাসন তথা রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন তপন দীঘিতে যেমন একদিকে সংস্কারের কাজ শুরু হয়েছে, তেমনই অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলার ডাঙা ফরেস্টকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

সেই লক্ষ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, কলকাতা থেকে আগত আর্কিটেক্ট-সহ বিভিন্ন জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা ডাঙা ফরেস্ট একটি রিভিউ মিটিং করলেন। তার সাথে সাথে তারা ডাঙা ফরেস্ট পরিদর্শন করলেন।
আরও পড়ুনঃ নাটাবাড়ি উচ্চ বিদ্যালয়ে শ্রেণী কক্ষের দ্বারোদঘাটনে উন্নয়ন মন্ত্রী

জানা গেছে, ডাঙা ফরেস্টে একটি বাটারফ্লাই গার্ডেন, একটি অ্যাকিউরিয়াম ও একটি টরটোয়েস রেসকিউ সেন্টার তৈরি করা হবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণ দিনাজপুর জেলার পর্যটনের উন্নতির লক্ষ্যে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584