শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ ঘোষণার পর প্রথম থেকেই বিরোধী অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষকদের আলাদা সুবিধা দেওয়া থেকে শুরু করে অর্নুবর জমিতে চাষের লক্ষ্যে চালু করেছেন ‘মাটির সৃষ্টি’ প্রকল্প। কিন্তু বিরোধিতার জেরে প্রধানমন্ত্রী পিএম-কিষাণ থেকে যাতে রাজ্য বঞ্চিত না হয়, তার জন্য এবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে তা প্রকাশ করেছেন তিনি।
প্রসঙ্গত, কেন্দ্রের আয়ুষ্মান ভারত থেকে এক দেশ, এক রেশন কার্ডের মত একাধিক প্রকল্পই এই রাজ্যে গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী। তার বদলে রাজ্যে চালু রয়েছে ‘স্বাস্থ্যসাথী’ থেকে ‘খাদ্যসাথী’-র মত প্রকল্প। এবার কৃষকদের বিষয়েও রাজ্যের বিরোধিতার জেরে আখেরে রাজ্যের কৃষকদেরই ক্ষতি হবে বলে মত রাজ্যপালের। কেন্দ্রের এই প্রকল্প রাজ্যে লাগু না হওয়ায় বাংলার কৃষকরাই দিনের পর দিন কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে টুইটে মন্তব্য করেছেন রাজ্যপাল।
কৃষিজীবী, পরিযায়ী এবং হকারদের কষ্ট লাঘব করার জন্য @narendramodi যে পদক্ষেপ করেছেন তা প্রশংসনীয়।
পিএম-কিষানের উপভোক্তা কৃষিজীবীগণ কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 2 লক্ষ কোটি টাকার রেয়াতি ঋনের সহায়তা পাবেন।
হকাররা কার্যকরী মূলধনের জন্য শুরুতেই 10,000/- করে ঋণ পাবেন।(1/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 15, 2020
এ রাজ্যে রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর থেকেই একাধিক ইস্যুতে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনখড়। বাংলায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার শুরু থেকেই রাজ্যকে বিঁধে একের পর এক টুইট করেছেন তিনি।
শুক্রবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে টুইটবার্তায় রাজ্যপাল লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ, স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যে পিএম-কিষান লাগু করুন। রাজ্যের ৭০ লক্ষ কৃষিজীবী কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁদের প্রাপ্য আর্থিক সাহায্য পাবেন। দেশ জুড়ে কৃষিজীবীরা কেন্দ্রের প্রকল্পের সুফল ভোগ করছেন। কিন্তু এ রাজ্যে সেই স্কিম লাগু না থাকায় ইতিমধ্যেই ৭০ লক্ষ কৃষিজীবী ৭ হাজার কোটি টাকা লোকসান করে ফেলেছেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584